1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ঝিনাইগাতী বিএনপি নেতার শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

ঝিনাইগাতী (শেরপুর) : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জেড ফোর্সের অধিনায়ক বীর উত্তম এবং দেশের একজন সাহসী যোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক তিন বারের সফল চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিশিষ্ট নেতা মো. আমিনুল ইসলাম বাদশা।

তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। তিনি শুধু একজন নেতা নন, বাঙালি জাতির মুক্তি সংগ্রামে এক অপরিহার্য ব্যক্তিত্ব। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার সাহসী ও দূরদর্শী ভূমিকা জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়েছিল।

জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে একতাবদ্ধ করেছিলেন। তার এই ঘোষণা মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল এবং বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে একটি স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠার পথে এগিয়ে নিয়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন এ জাতির এক অবিসংবাদিত নেতা, যিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই থেমে থাকেননি; বরং দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তার নেতৃত্বে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। তিনি ছিলেন একজন আদর্শ রাষ্ট্রনায়ক, যার সৎ ও দূরদর্শী নেতৃত্ব আজও কোটি মানুষের হৃদয়ে অমলিন হয়ে আছে।”

মো. আমিনুল ইসলাম বাদশা আরও উল্লেখ করেন, “এই বিশেষ দিনে আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি এবং তার দেখানো পথ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার শপথ গ্রহণ করি। শহীদ জিয়া আমাদের কাছে শুধু একজন নেতা নন; তিনি জাতির মুক্তির প্রতীক।”

তিনি এ সময় দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে শহীদ জিয়ার গণতান্ত্রিক নীতিমালা অনুসরণ করার আহ্বান জানান। তিনি বলেন, “শহীদ জিয়া সবসময় জনগণের অধিকার রক্ষায় নিবেদিত ছিলেন। তার জীবন ও আদর্শ আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।”

শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মো. আমিনুল ইসলাম বাদশা আরও বলেন, “তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে আমাদের তার চেতনা ও দেশপ্রেম ধারণ করতে হবে। আমরা তার দেখানো পথেই জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করব।”

মহান এ নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মো. আমিনুল ইসলাম বাদশা দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। শহীদ জিয়ার জীবন ও আদর্শকে ধারণ করে বিএনপিকে শক্তিশালী করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com