নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে হারেজ আলী (৬৬) নামে এক বৃদ্ধ মারা গেছে। রবিবার (২৩ মে) বিকেলে উপজেলার ধুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ধুকুরিয়া গ্রামের হারেজ আলী বিকেলে তার বাড়ির সামনে থাকা টং দোকানের চেয়ারে বসেছিলেন। কিছুক্ষণ বসে থাকার পর ওই দোকানের টিনের বেড়ায় হেলান দিতে গেলে আগে থেকেই বিদ্যুতায়িত টিনের বেড়ায় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।