1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

শার্শায় সরকারি হাসপাতালের পাশে নির্মাণ হচ্ছে ব‍্যক্তি প্রতিষ্ঠান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ মে, ২০২১
যশোর : যশোরের শার্শা উপজেলার নিজামপুর  ইউনিয়নের গোড়পাড়া বাজার সংলগ্ন গোড়পাড়া মা ও শিশু সরকারি হাসপাতালের পশ্চিম পাশের বাউন্ডারি প্রাচীরের গা ঘেঁষে মালিকানা স্থাপনা নির্মাণ করছে সাদ্দাম হোসেন নামে এক প্রভাবশালী।
স্থানীয় সুত্রে জানা যায়, সাদ্দাম হোসেন ৪০ লক্ষ টাকা দিয়ে এই জমিটি ক্রয় করেন। কিন্তু ভবন নির্মাণ বা স্থাপনা নির্মাণের ক্ষেত্রে যেখানে একটি দেয়াল থেকে পার্শবর্তী দেয়ালের দূরত্ব ৩ ফুট রাখার কথা সেখানে দূরত্বই নেই। রয়েছে সিমেন্ট দিয়ে জয়েন্ট। তাও আবার সরকারি হাসপাতালে বাউন্ডারি প্রাচীরের সাথে।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, এটা আমার হাতে না। আমাদের দুইটা পার্ট ক্লিনিক এবং নন ক্লিনিক। আমি নন ক্লিনিকের ভিতর। আর ক্লিনিকের ভিতর ডাক্তার আবু বক্কর সিদ্দিক এগুলো দেখাশোনা করেন। আপনি আবু বক্কর সিদ্দিকের সাথে এ বিষয়ে কথা বলেন।
ডা. আবু বক্কর সিদ্দিক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এর আগে একবার সেখানে সরজমিনে গিয়েছিলাম। তখন সাদ্দাম হোসেনের কথাবার্তা ঠিকঠাক ছিলো না। তখন ওনার বাবা এসে এক সপ্তাহ সময় চেয়ে নেন এটা ভেঙে সরিয়ে নেওয়ার।
ডা.আবু বক্কর সিদ্দিক আরও বলেন, আমি গত রোববার দুপুর সেখানে নিজামপুর ১১নং ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও মেম্বারকে সাথে নিয়ে আবারও ওই স্থান পরিদর্শনে যাই এবং দেখি তখনও তারা ওই অবৈধভাবে গড়া স্থাপনা সরিয়ে নেননি। তখন তাদের কাছে জানতে চাইলে সাদ্দাম হোসেন ভুল স্বীকার করেন এবং আবারও সময় নিয়েছেন। এরপরও যদি তারা ওই স্থাপনা না সরান তাহলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com