শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার ঝগড়ার চর বাজারে অভিযান পরিচালনা করে শ্রীবরদী থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ বিল্পব কুমার বিশ্বাস এর নির্দেশনায় এসআই তাহেরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৭ জুয়াড়িকে আটক করে।
আটককৃতরা হলো- উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ার চর গ্রামের মৃত জ্যোতি মিয়ার ছেলে রফিক (৩২), মৃত জহুরুলের ছেলে খাদেম (২৯), আ: আজিজের ছেলে শামীম (২৫), শহিদ মিয়ার ছেলে আলম (১৮), জাবেদ আলী’র ছেলে দেলোয়ার হোসেন (৩০), ইসলামপুরের পেচার চর গ্রামের আকরাম শেখের ছেলে আমিনুল বাবু (১৮) ও বাউশমারী গ্রামের জীবন মিয়ার ছেলে রাখাল (২৪)।
এসময় সময় তাদের কাছে ৪৮টি তাস ও নগদ টাকা পাওয়া যায়। ২৪ মে সোমবার দুপুরে আটককৃতদের শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিল্পব কুমার বিশ্বাস বলেন, জুয়া এমন একটি সামাজিক ব্যাধি যা দ্রুততম সময়ে নিজেকে এবং পরিবারকে ধ্বংস করে। তাই সবাইকে সচেতন থাকতে হবে যেন কেউ এই ব্যাধিতে আক্রান্ত না হয়। মাদক, জুয়া ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।