1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন

প্রবল জলোচ্ছ্বাসে ভাসছে দিঘা

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আঘাত হেনেছে ভারতে। ঘূর্ণিঝড় আঘাত আনার আগেই এর প্রভাব পড়তে শুরু করেছে দিঘায়।

বুধবার (২৬ মে) ভারতের গণমাধ‌্যমে বলা হয়েছে, আজ সকাল থেকেই পানি ঢুকেছে দিঘার একাধিক এলাকা। পানিতে তলিয়ে গেছে প্রধান প্রধান সড়কে। আতঙ্কে বাড়ি ছাড়ছেন অনেকে।

মঙ্গলবার রাত থেকেই দিঘায় শুরু বৃষ্টি। সমুদ্রে ঢেউয়ের উচ্চতাও বাড়ছিল। সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়ে।

তবে আগে থেকেই দিঘায় উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে প্রশাসন। তবে শহরের বাসিন্দারা বাড়িতেই ছিলেন। আজ সকালে দিঘায় পানি বাড়তে শুরু করলে অনেকেই আতঙ্কে বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যান। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে সেনা সদস‌্য।

এদিকে, বুধবার সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘উপকূলবর্তী এলাকায় গ্রামগুলিতে পানি ঢুকছে। পূর্ব মেদিনীপুরে ৫১টি নদীবাঁধ ভেঙেছে। গোসাবার গ্রামগুলি প্লাবিত। ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দিঘা, শংকরপুর এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নন্দীগ্রামে গ্রামের পর গ্রাম ডুবে গেছে। পূর্ব মেদিনীপুরে সাড়ে ৩ লাখের বেশি মানুষকে নিরাপদে সরানো হয়েছে। ১৫ লাখ মানুষকে নিরাপদে সরানো হয়েছে।’ বিদ্যুৎ ও পানির পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com