শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস।
মঙ্গলবার (২৫ মে) রাতে থানা চত্বরে উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস।
তিনি বলেন, মাদক, জুয়া ও অপরাধ দমনে শ্রীবরদী থানা পুলিশ সবসময় কঠোর রয়েছে। আমি যোগদানের পর থেকেই মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান জোড়দার করেছি। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধে পুলিশ সবসময় তৎপর রয়েছে।
তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এসময় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, এসআই তাহেরুল ইসলাম।
উন্মুক্ত আলোচনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন- শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, প্রেসক্লাব শ্রীবরদী সভাপতি আব্দুল মান্নান সরকার, সহ-সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা প্রমুখ।
এসময় শ্রীবরদী থানা পুলিশের বিভিন্ন অফিসারবৃন্দ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।