আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে হুতি বিদ্রোহীরা দাবি করেছে যে তারা সৌদি আরবের সীমান্তের ফর্ন্টলাইনে আক্রমণের করেছে।
এক ভিডিও ফুটেজ প্রদানের মাধ্যমে হুতিদের নিয়ন্ত্রিত গণমাধ্যম দাবি করেছে, সৌদি সৈন্যদের আটক ও হত্যা করা হয়েছে। শনিবার (২৫ মে) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশন এক টুইট বার্তায় জানায়, সৌদির দক্ষিণ অঞ্চলে জাজান নামক এলাকায় ওই আক্রমণে ৮০ জনের বেশি সৌদি সৈন্য এবং সুদানের ভাড়াটে সেনা নিহত অথবা আহত এবং দশজনকে আটক করা হয়েছে।
আল মাসিরাহ’র টেলিগ্রাম একাউন্ট থেকে রিলিজ হওয়া ভিডিও ফুটেজগুলো সম্পর্কে রয়টার্স নিশ্চিত হতে না পারলেও। ভিডিওতে দেখা যায়, পাথুরে পর্বত থেকে নেমে পালানোর সময় বেশ কিছু সেনা উর্দি পরিহিত মানুষ গুলির মুখে পরছে।
এর আগে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত হয়।