নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার বাছুর আগলায় মৃগী নদীতে ডুবে ছোরহাব হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে বাছুর আগলার মৃত. অমু সেখের পুত্র। রবিবার (৩০ মে) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বাছুর আলগা গ্রামের ছোহরাকব হোসেন তার আরেক ভাইকে নিয়ে নদীর তীরে কাজ করতে যায়। কাজ শেষে নদী সাঁতরে পার হতে গেলে পানির স্রোত তাকে ভাসিয়ে নেয়। পরে তার সন্ধান পাওয়া না গেলে স্থানীয় লোকজন জাল দিয়ে মৃতের লাশ উদ্ধার করে। চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক আবুল হাসিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।