1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

লামায় ট্রিপল মার্ডার মামলায় ২ দেবর গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ মে, ২০২১

এন.এ জাকির, বান্দরবান : বান্দরবানের লামায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার ঘটনায় নিহত মাজেদা বেগমের ২ দেবরকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (২৯ মে) তাদেরকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নিহতের স্বামীর আপন দুই ভাই আব্দুল খালেক ও শাহ আলম।
এর আগে খুনের ঘটনায় তাদেরকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। পরে ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা পাওয়ায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, ট্রিপল মার্ডার ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের দুই দেবরকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের অনেক কথায় খুনের ঘটনার সাথে মিল পাওয়ায় তাদেরকে গ্রেফতার করে শনিবার সকালে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। সেখানে আসামীদের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে এ ঘটনায় চম্পাতলী এলাকার উত্তম কুমার বড়–য়া নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে ট্রিপল মার্ডার ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তবে কি কারণে বা কারা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
বান্দরবান পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম বলেন, ট্রিপল মার্ডার ঘটনার তদন্তের অগ্রগতি হচ্ছে। আমরা আরও ২ জনকে গ্রেফতার করেছি। এ নিয়ে মোট ৩ জনকে গ্রেফতার করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাচ্ছি, সেগুলো আমরা ক্রস চেক করছি। আশা করি, খুবই শ্রীঘই আমরা খুনের ঘটনার উদঘাটন করতে পারবো।
উল্লেখ্য, গত শুক্রবার (২১ মে) সন্ধ্যায় লামা পৌরসভার ১নং ওয়ার্ডের চম্পাতলী এলাকার কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের ঘর থেকে মাসহ দুই মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০) বড় মেয়ে রাফি (১৩) ও ছোট মেয়ে নুরি (১০ মাস)। ওই ঘটনায় সন্দেহভাজন জিজ্ঞাসাবাদে নেয়া নিহতের দেবর, বোনসহ ৬ জনকে জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। পরে গত ২৬ মে চম্পাতলী এলাকার উত্তম বড়–য়া নামে একজনকে গ্রেফতার করা হয়। এর দুইদিন পর নিহতের দুই দেবরকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com