মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে দাদন ব্যবসায়ীর খপ্পরে পড়ে যুবকের আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী মোশারফ হোসেন (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মোশারফ উপজেলার পূর্ব গজারীকুড়া গ্রামের মুনছর আলীর ছেলে।
জানা যায়, গতকাল শনিবার (২৯ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুর রহমান ও এএসআই আমিনুল ইসলাম সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে স্থানীয় ভারুয়া বাজার থেকে মোশারফ হোসেনকে গ্রেফতারের পর রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার পলাতক অন্য আসামীরা হলেন- পূর্ব গজারীকুড়া গ্রামের আবু সামার ছেলে (২২), ঝিনাইগাতী গ্রামের মুছা কুলির ছেলে সেলিম মিয়া (৪৫), নালিতাবাড়ী উপজেলার নন্নী গ্রামের রিয়াজুল মুন্সির ছেলে আতিক মিয়া (২৫)।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ফায়েজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ১৩ মে বৃহস্পতিবার উপজেলার পূর্ব গজারীকুড়া গ্রামের আনিছুর রহমান উরফে আহালুর ছেলে লেবু মিয়া (১৮) দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে সুদের চাপে পড়ে আত্মহত্যা করে।