যশোর : যশোরের শার্শায় প্রবাসীর গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে। আটককৃতরা হলো- শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের আব্দুর রশিদ এর ছেলে ইসরাফিল হোসেন (৩০) ও একই গ্রামের নাজমুুল হুদার ছেলে তুহিন (২৭)।
জানা যায়, শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের মালেশিয়া প্রবাসী জালাল উদ্দিন দীর্ঘদিন বিদেশ থাকায় তার স্ত্রীকে একই গ্রামের লম্পট ইসরাফিল হোসেন কুপ্রস্তাব দিয়ে আসছিল। কুপ্রস্তাবে সাড়া না পেয়ে গতকাল রাত ৯টার সময় সঙ্গী তুহিনকে সাথে নিয়ে গৃহবধুকে বাড়ী থেকে তুলে পাশের বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিকালে অভিযান চালিয়ে অভিযুক্ত ২ আসামীকে আটক করেছে পুলিশ। ধর্ষিতাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মেডিকেল চেকআপের জন্য আগামীকাল যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।