1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

এলপি গ্যাসের দাম কমলো

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : লিকুইড ন্যাচারাল গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দাম অনুযায়ী একটি ১২ কেজির সিলিন্ডারের দাম ৬৪ টাকা কমিয়ে ৮৪২ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩১ মে) বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। এসময় অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিইআরসির সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান, সচিব রুবিনা ফেরদৌস, উপ-পরিচালক কামরুজ্জামান প্রমুখ।

বিইআরসি চেয়ারম্যান বলেন, ‘এলপি গ্যাসের পুনর্নির্ধারিত দাম আগামী মাস (জুন) থেকে কার্যকর হবে।’

মে মাসের সৌদি চুক্তি মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

একই সঙ্গে অটোগ্যাসের নামও পুনঃনির্ধারণ করেছে বিইআরসি।  অটোগ্যাস লিটার প্রতি ৪১.৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।  আগামীকাল ১ জুন থেকে এটি কার্যকর হবে।

১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল, সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তিমূল্য অর্থাৎ গ্যাসের নীট মূল্য ধরা হয়েছে। সিপির দর ওঠা-নামা করলে প্রতিমাসে তা সমন্বয় করা হবে। অন্যান্য কমিশন ও প্রফিট অপরিবর্তিত থাকবে পরবর্তী গণশুনানি না হওয়া পর্যন্ত।

মার্চের সিপি দর ছিল যথাক্রমে প্রতি টন প্রোপেন বিউটেন ৬২৫ ও ৫৯৫ ডলার। পরের মাস এপ্রিলে ৫৬০ ও ৫৩০ ইউএস ডলার হলে সিলিন্ডার (১২ কেজি) প্রতি এলপি গ্যাসের দর নির্ধারণ করা হয় ৯০৭ টাকা। মে মাসে ৪৯৫ ও ৪৭৫ ডলারে নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com