1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠায় সময়ের দাবীতেই বাদশা-লেবু পরিষদ

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ মে, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : আমলা, কামলা আর বহিরাগতরা নয় বরং স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই সময়ের দাবীর প্রেক্ষিতে বাদশা-লেবু পরিষদ গঠন করা হয়েছে। একই সঙ্গে কারও সাথে বিরোধ নয়, মানুষের মঙ্গলের জন্য, মুক্তির জন্য এ ঐক্যের আহবান।
সোমবার (৩১ মে) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী শহরের শহীদ মিনারস্থ ‘প্রেসক্লাব নালিতাবাড়ী’ কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানান বাদশা-লেবু পরিষদের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির নেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশা এবং বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহান লেবু।
মতবিনিময় সভায় মোকছেদুর রহমান লেবু বলেন, আমার বড় কোন চাওয়া-পাওয়া নেই। জনগণের জন্য রাজনীতি করি। আগামী দিনে জনগণের স্বার্থে বৃহত্তর ঐক্যের মাধ্যমে স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। আগামী দিনে নকলা-নালিতাবাড়ীর অভিভাবক হিসেবে ভূমিপুত্র কৃষিবিদ বদিউজ্জামান বাদশাকে নির্বাচিত করতে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরতœ শেখ হাসিনার কাছে তোলে ধরতে চাই। আমরা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত নালিতাবাড়ী গড়তে চাই।
সভায় বদিউজ্জামান বাদশা বলেন, আগামী দিনে আমলা, কামলা আর বহিরাগতরা এখানে স্থান পাবে না। আমরা ঐক্যের মাধ্যমে স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠা করব। এ ঐক্য কারো সাথে যুদ্ধ করার জন্য নয়, এ ঐক্য নেতৃত্ব তৈরির জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষের মুক্তির জন্য।
তিনি আরও বলেন, আগামী দিনে মোকছেদুর রহমান লেবুর নেতৃত্বে নালিতাবাড়ী আওয়ামী লীগ পরিচালিত হবে। আমাদের সাথে ছাত্রলীগ আছে, তাঁতী লীগ আছে, শ্রমিক লীগ আছে, স্বেচ্ছাসেবক লীগ আছে, আওয়ামী লীগের অনেকেই আছেন। কাজেই আমাদের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আওয়ামী লীগ গঠন হবে।
এছাড়াও মাদক মুক্ত নালিতাবাড়ী গঠনে পরবর্তী সময়ে স্থানীয় সরকার নির্বাচনে সকল প্রার্থীর ডোপ টেস্টের দাবীও জানান এ নেতা।
এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- সামেদুল ইসলাম তালুকদার, লাল মোহাম্মদ শাহজাহান, মাহফুজুর রহমান সোহাগ, মনিরুল ইসলাম মনির, এম. সুরুজ্জামান, আব্দুল মান্নান সোহেল, মঞ্জুরুল আহসান, জাহাঙ্গীর আলম তালুকদার, সাইফুল ইসলাম, বিপ্লব দে কেটু, আমিনুল ইসলাম, আমিরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com