কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পানিতে ডুবে মো: মুসা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মে) দুপুরের পর নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মুসা দৌলতপুর গ্রামের মাসুম আকনের পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরের পর শিশু মুসা খেলাচ্ছলে সবার অজান্তে পুকুরে পরে মারা যায়।এরপর তাকে না পেয়ে প্রথমে বাড়ির আশপাশে পাওয়া না গেলে খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।