নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী শহর থেকে রাজধানী ঢাকা স্টেডিয়ামে যাতায়াতের লক্ষ্যে নালিতাবাড়ী-ঢাকা সড়কে বিলাসবহুল বাস সার্ভিস জমজম ট্রাভেলস এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১জুন) সন্ধ্যায় শহরের উত্তর বাজার হাসপাতাল এলাকায় নিজস্ব বাস কাউন্টারে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, বাস মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান ডিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ফারুক আহমেদ বকুল প্রমুখ।
এছাড়াও জমজম ট্রাভেলস এর স্বত্বাধিকারী আব্দুস সবুর, আব্দুল্লাহ আল কায়েশ, নিয়ামুল কাউছার, আফরোজ এবং গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জমজম ট্রাভেলস কোম্পানি কর্তৃপক্ষ জানান, নালিতাবাড়ী থেকে প্রতিদিন ভোর ৫.২০ মিনিট এবং রাত ১২.৩০ মিনিটে ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের উদ্দেশ্যে ছেড়ে যাবে এসি এ বাস সার্ভিসটি। আবার স্টেডিয়াম থেকে সকাল ৯.০০ টায় এবং বিকেল ৫.০০ টায় নালিতাবাড়ীর উদ্দেশ্য ছেড়ে আসবে স্লিপিং চেয়ারের এ বাস সার্ভিস। সিটপ্রতি ভাড়া ৪৫০ টাকা করে।
এ