কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ বিল্লাহ (৩৫) নামে এক মাদরাসার অফিস সহকারির মৃত্যু হয়েছে। তিনি নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবু তাহের মুন্সির ছেলে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া আলীম মাদরাসার অফিস সহকারি ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র নীলগঞ্জ ইউপির সভাপতি ছিলেন।
স্থানীয় ও পারিবাবিক সূত্রে জানা যায, মঙ্গলবার বেলা ১২টার দিকে আরিফ বিল্লাহ নিজ বসতঘরে পানির পাম্প দিয়ে পুকুর থেকে পানি তোলার জন্য বিদ্যুৎ-সংযোগ দিচ্ছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনেরা তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
বুধবার সকাল ৯টায় মাদরাসা প্রাঙ্গনে মরহুমের যানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ যুব হিযবুল্লাহ’র কলাপাড়া উপজেলা শাখা, কলাপাড়া ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি।