এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল মতিন প্রকাশ বাবু নামে এক মাইক্রোবাস চালককে গ্রেফতার করা হয়েছে এবং ধর্ষণে সহযোগিতা ও ভিকটিমকে গর্ভপাত ঘটানোর অভিযোগে আব্দুল মতিনের বান্ধবী তাহমিনা আক্তার (২৩) কেও একই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মঙ্গলবার (১ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে আদালতে পাঠানো হয়। ধর্ষণের স্বীকার ওই কিশোরী অভিযুক্ত আব্দুল মতিনের শালী বলে জানা যায়। নির্যাতনের শিকার ঐ কিশোরী বর্তমানে বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা শহরের ৯ নং ওয়ার্ডের মেঘলা পর্যটন এলাকার ৮ম শ্রেণী পড়–য়া এক স্কুল ছাত্রীকে বেশ কয়েকমাস ধরে জোর করে ঘর থেকে ডেকে বাইরে বেড়াতে নিয়ে যাবে বলে দুলাভাই আব্দুল মতিন কয়েকবার ধর্ষণ করে। শুধু তাই নয়, এ বিষয়ে কাউকে না বলার জন্য কিশোরীকে ভয়-ভীতিও প্রদর্শণ করে সে। করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকায় তাকে বেশ কয়েকবার বাড়ির বাইরে নিয়ে ধর্ষণ করার একপর্যায়ে হঠাৎ গত ৩০মে মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হয়। এতে তার মা প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করে ব্যর্থ হলে সোমবার রাতে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। পরে মা মেয়ের অসুস্থতার ঘটনাটি জানতে পারলেও মানসম্মানের ভয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। কিন্তু হাসপাতালের পাশর্^বর্তী এক মহিলা কিশোরীর সাথে ঘটে যাওয়া বিষয়টি জানতে পেরে ৯৯৯ কল দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের পরিবারের সাথে কথা বলে তাদেরকে সহায়তা দেয়ার আশ^াস দেয়। এরপর কিশোরীর মা বাদী হয়ে বাবুর নামে ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ বাবুকে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার অপরাধে বাবুর বান্ধবী তাহমিনা আক্তারকে গ্রেফতার করে। পরে তাদের দুজনকে আদালতে প্রেরণ করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহাগ রানা জানান, ভিকটিমের মায়ের দায়ের করা ধর্ষণ মামলার প্রেক্ষিতে আসামীদের গ্রেফতার করেছে পুলিশ। আসামীদের নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলাও দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।