শ্রীবরদী (শেরপুর) : বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে শেরপুর জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২১ বাস্তবায়নের লক্ষ্য শ্রীবরদীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ওই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। স্বাস্থ্য ইনচার্জ মোজাম্মেল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার শাহনেওয়াজ নোমান, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি সুপার ভাইজার রাসেল খান, আসাদুজ্জামান সুমন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, ডা: ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, তাতিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ প্রমুখ।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, স্বাস্থ্য ইনচার্জ, স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য কর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৪ জুন থেকে ৮ জুন পর্যন্ত এ উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম চলবে।