1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:০০ অপরাহ্ন

শ্রীবরদীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

  • আপডেট টাইম :: বুধবার, ২ জুন, ২০২১

শ্রীবরদী (শেরপুর): শ্রীবরদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্বিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। স্বাস্থ্য ইনচার্জ মোজাম্মেল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, প্রমুখ।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, স্বাস্থ্য ইনচার্জ, স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য কর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৬-১১ মাস বয়সী ৪৩২৬ জন শিশুকে একটি নীল ও ১২-৫৯ মাস বয়সী ৩২৮৭০ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com