1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস

মর্যাদার লড়াইয়ে নামছে মোহামেডান-আবাহনী

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : মোহামেডানের ট্রফি ছোঁয়া আর আবাহনীর ট্রফি ফিরিয়ে আনার সম্ভাবনা বেশ দূরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এ মুহূর্তের গতিচিত্র বলছে, শিরোপা থাকছে বসুন্ধরা কিংসের কাছেই। বিগ বাজেটের এই দলটির চেয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আবাহনী যে অনেক পেছনে।

১৪ পয়েন্ট কাভার করে আবাহনী শেষ পর্যন্ত বসুন্ধরা কিংসকে পেছনে ফেলতে পারবে কি না, সে হিসেবেই আপাতত যাচ্ছে না আকাশি-নীলরা। এখন তাদের ধ্যান-জ্ঞান মোহামেডানের বিপক্ষে ম্যাচ। যে ম্যাচ জিতলে পয়েন্ট পাওয়ার সঙ্গে মর্যাদার লড়াইও বাজিমাত করবে তারা। রোববার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই ফুটবল মহারণ।

কিংসের সঙ্গে যতটা দূরত্ব আবাহনীর, ততটা নয় আবাহনীর সঙ্গে মোহামেডানের। মাত্র ৪ পয়েন্ট পেছনে থেকে ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে এখনও প্রিমিয়ার লিগের ট্রফির দেখা না পাওয়া মোহামেডান। এ ম্যাচ জিতলে আবাহনীর সঙ্গে পয়েন্টের পার্থক্যটা কমিয়ে এক-এ আনতে পারবে সাদা-কালোরা।

দ্বিতীয় পর্বে আবাহনীর চেয়ে মাঠে বেশি দুর্বার মোহামেডান। প্রধান কোচ অস্ট্রেলিয়ান শন লেনের অনুপস্থিতিতেই তারা করেছে জয়ের হ্যাটট্রিক। সেখানে আবাহনী তিন ম্যাচে জিতেছে দুটি, একটি ড্র। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ম্যাচ দিয়ে আবার সাদা-কালোদের ডাগআউটে দাঁড়াবেন দলটির অস্ট্রেলিয়ান কোচ।

দুই দলের প্রথম পর্বের ম্যাচটি ড্র হয়েছিল ২-২ গোলে। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দর্শকরা উপভোগ করেছিল প্রাণবন্ত এক ফুটবল ম্যাচ।

যে ম্যাচে আবাহনী-মোহামেডানকে ছাপিয়ে জিতেছিল ফুটবল। এবার কী ফলাফল হবে? নাকি এক পয়েন্ট করে যোগ হবে দুই দলের খাতায়? আবাহনী জিতলে পয়েন্ট টেবিলের দুইয়েই থাকবে। মোহামেডান জিতলে পাঁচ থেকে উঠবে চারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com