1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

ঘরে শান্তি আনে যেসব রঙ

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুন, ২০২১

লাইফ স্টাইল ডেস্ক : বিভিন্ন রঙ আমাদের জীবনযাপনে আলাদা প্রভাব ফেলে। নানা রঙ মানুষের মনের আবেগকে নানারূপে নাড়া দেয়। আমাদের ঘরের দেয়ালে যে রঙ থাকে তা আমাদের মন ও মুডকেও প্রভাবিত করে। আপনার ঘর সবসময় আনন্দময় থাকুক, সেটাই চান নিশ্চয়ই? তাহলে ঘরের আসবাবপত্র ও দেয়ালের রঙয়ে পরিবর্তন নিয়ে আসুন। যেসব রঙ আপনার ঘরে একটা সুখের আবহ নিয়ে আসবে-

হালকা গোলাপি: সকালে ঘুম থেকে উঠে যদি ঘরে হালকা গোলাপি আসবাবপত্র দেখেন, আপনার মনটা ফুরফুরে হয়ে উঠবে। আপনি ভারমুক্ত হয়ে আনন্দের সঙ্গে দিনটা শুরু করতে পারবেন।

হালকা বেগুনি: চারপাশ শান্ত ও ভারমুক্ত রাখার আবহ তৈরি করে হালকা বেগুণী রঙ। ফার্নিচারের রঙ হালকা বেগুনি হতে পারে। এছাড়া সকালে ঘুম থেকে উঠে ঘরের হালকা বেগুনি রঙয়ের দেয়াল দেখে আপনার মন ফুরফুরে হয়ে যাবে।

হালকা সবুজ: প্রকৃতিপ্রেমীদের প্রিয় রঙ সুবজ। এই রঙ তারুণ্য ফুটিয়ে তোলে। তাই নিজেকে সব সময় উজ্জীবিত রাখতে ঘরের পর্দা, আসবাবে হালকা সবুজ রঙকে প্রাধান্য দিন।

হালকা হলুদ: হালকা হলুদ রঙ শান্তি বহন করে। আপনার ঘরে হালকা হলুদ রঙয়ের ফার্নিচার বা পর্দা ঘরটিকে আনন্দময় করে তুলবে।

অ্যাকুয়া: অ্যাকুয়া অর্থাৎ উজ্জ্বল নীলচে সবুজ রঙ আপনার ঘরে শান্তি নিয়ে আসতে পরে। এই রঙ মনকে প্রশান্তির অনুভূতি দেয়। ঘরে এই রঙয়ের ফার্নিচার বা পর্দা থাকলে বা দেয়াল এই রঙের হলে ঘর আনন্দময় লাগে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!