1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস

৬ গোলের ম্যাচের পর রোমাঞ্চকর টাইব্রেকার, সেমিতে পেরু

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : নির্ধারিত সময়ে গোল হলো ৬টি। কিন্তু কেউ জিতলো না এই ৬ গোলে। দুই দলেরই গোল সমান ৩টি করে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করেও নিজেদের বাঁচাতে পারলো না প্যারাগুয়ে। কারণ, শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে হেরে যেতে হয়েছে তাদেরকে পেরুর কাছে। সে সঙ্গে প্যারাগুয়েকে বিদায় করে সেমিফাইনালে জায়গা করে নিলো পেরু।

দুই দেশই পরিণত হয়েছিল ১০ জনের দলে। প্যারাগুয়ে পুরো দ্বিতীয়ার্ধই খেলে ১০ জন নিয়ে। আর পেরু ১০ জনের দলে পরিণত হয় ৮৫ মিনিটে। তাতেও অবশ্য নির্ধারিত সময়ে ফলে কোনো পরিবর্তন হয়নি।

৩-৩ গোলে সমতা থাকার কারণে সেমির দল নির্ধারণ খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই প্যারাগুয়েকে পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ গোলে পরাজিত করে কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা করে নেয় পেরু।

পেনাল্টি শ্যুট আউটেও ছিল রোমাঞ্চ। সেখানেও প্রথম ৫ শটের পরও স্কোরলাইন ছিল ৩-৩। ষষ্ঠ শটের সাডেন ডেথে পেরু গোল করে, তবে গোল করতে ব্যর্থ হয় প্যারাগুয়ে।

১১ মিনিটে গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন গুস্তাভো গোমেজ। ২১ মিনিটে সেই গোল পরিশোধ করে দেন পেরুর জিয়ানলুকা লাপাদুলা। ৪০ মিনিটে আবারও গোল করেন জিয়ানলুকা। ২-১ গোলে এগিয়ে যায় পেরু।

দ্বিতীয়ার্ধের শুরুতে, ম্যাচের ৫৪ মিনিটে আবারও প্যারাগুয়েকে সমতায় ফেরান জুনিয়র আলোনসো। ৮০ মিনিটে গোল করে পেরুকে আরও একবার এগিয়ে দেন ইয়োশিমার ইয়োতুন। কিন্তু, ৯০ মিনিটে গোল করে প্যারাগুয়েকে সমতায় ফিরিয়ে আনেন গ্যাব্রিয়েল আভালোস। এরপরই খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে পেরুর হয়ে গোল করেন জিয়ানলুকা লাপাদুলা, ইয়োশিমার ইয়োতুন, রেনাতো তাপিয়া এবং মিগুয়েল ট্রাইকো। গোল করতে ব্যর্থ হন সান্তিয়াগো ওরমেনো এবং ক্রিশ্চিয়ান কুয়েবা। প্যারাগুয়ের হয়ে গোল করেন অ্যাঞ্জেল রোমেরো, জুনিয়র আলোনসো এবং রবার্ট পাইরিস ডা মোত্তা। ব্যর্থ হয়েছেন হেক্টর মার্টিনেজ, ব্রায়ান সামুদিও এবং আলবার্তো এসপিনোলা।

সেমিফাইনালে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com