1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস

গেইল-রাসেলদের হারিয়ে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব তারকাদের দলে ফিরিয়েও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিততে পারল না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবীয়দের ঘরের মাঠে হওয়া পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে ২৫ রানে জিতে ৩-২ ব্যবধানে শিরোপা নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

শনিবার রাতে গ্রেনাডার সেইন্ট জর্জেস ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় প্রোটিয়ারা। জবাবে ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, এভিন লুইসদের নিয়ে ক্যারিবীয়রা ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৪৩ রান।

ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফিরে যান দলের অধিনায়ক টেম্বা বাভুমা। এরপর দ্বিতীয় উইকেটে ম্যারাথন জুটি গড়েন এইডেন মারক্রাম ও কুইন্টন ডি কক।

ডানহাতি-বাঁহাতির জুটিতে মাত্র ১৩.৪ ওভারে আসে ১২৮ রান। যা গড়ে দেয় বড় সংগ্রহের ভিত। মারক্রাম ৪৮ বলে করেন ৭০ রান। যেখানে ছিল ৩ চার ও ৪ ছয়ের মার। ককের ব্যাট থেকে আসে ৪ চার ও ২ ছয়ের মারে ৪২ বলে ৬০ রান।

তবে এ দুজন ফিরে যাওয়ার পর হতাশ করেন ডেভিড মিলার (১৬ বলে ১৮), রসি ফন ডার ডুসেন (২ বলে ১) ও উইয়ান মাল্ডাররা (৯ বলে ৯)। ফলে ১৬৮ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ২ উইকেট নেন ৩৯ বছর বয়সী ফিদেন এডওয়ার্ডস। এছাড়া ডোয়াইন ব্রাভো ও ওভেদ ম্যাকয়ের শিকার ১টি করে উইকেট।

রান তাড়া করতে নেমে ক্যারিবীয়দের হয়ে রানের দেখা পেয়েছেন শুধুমাত্র এভিন লুইস। এ বাঁহাতি ওপেনার ৫ চার ও ৩ ছয়ের মারে করেন ৩৪ বলে ৫২ রান। এছাড়া আর কেউই তেমন কিছু করতে পারেননি।

লেন্ডল সিমনস ৬ বলে ৩, ক্রিস গেইল ৯ বলে ১১ শিমরন হেটমায়ার ৩৩ বলে ৩৩, কাইরন পোলার্ড ১৫ বলে ১৩, আন্দ্রে রাসেল ১ বলে ০, নিকোলাস পুরান ১৪ বলে ২০ ও ডোয়াইন ব্রাভো করেন ২ বলে ১ রান।

প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন লুঙ্গি এনগিডি। কাগিসো রাবাদা ও উইয়ান মাল্ডারের শিকার ২টি করে উইকেট। উইকেট ১টি পেলেও ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করেন তাবরাইজ শামসি।

শেষ ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এইডেন মারক্রাম। আর সিরিজসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বাঁহাতি চায়নাম্যান তাবরাইজ শামসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com