আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের সাথে লড়াইয়ে টিকতে না পেরে এক হাজারেরও বেশি আফগান সৈন্য পার্শ্ববর্তী তাজিকিস্তানে পালিয়ে গেছেন। সোমবার (৫ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
এক বার্তায় তাজিকিস্তানের সীমান্তরক্ষীরা জানিয়েছে, নিজেদের প্রাণ বাঁচাতে দেশটির এসব সরকারি সেনারা সীমান্ত অতিক্রম করে পালিয়েছেন।
তালেবানদের সাথে দেশটির সরকারি সেনাদের সংঘর্ষ বেড়েছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালিবানরা বেশ শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে।
এদিকে দেশটি থেকে বেশিরভাগ বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আফগান সেনাবাহিনী, যাদের হাতে দেশের নিরাপত্তার দায়িত্ব নেবার কথা তা আসলে ভেঙে পড়তে পারে।
তালেবানদের সাথে চুক্তি অনুসারে, কোনো চরমপন্থী গোষ্ঠী পরিচালনা করতে না দেওয়ার প্রতিশ্রুতির প্রতিদান হিসাবে দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নাটোর মিত্ররা।
কিন্তু তালেবানরা আফগান বাহিনীর সাথে লড়াই বন্ধ করতে রাজি হয়নি। দেশটির এক-তৃতীয়াংশ এলাকা ইতিমধ্যে তালেবানরা দখলে নিয়েছে বলে জানা গেছে।