1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

বিদেশি সেনাদের আফগানিস্তান ছাড়তেই হবে: তালেবান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর সেপ্টেম্বরের মধ্যেই বিদেশি সব সেনা আফগানিস্তান ত্যাগ না করলে ভূমি দখলদার হিসেবে তাদেরকে কঠিন মূল্য দিতে হবে বলে হুশিয়ারি দিয়েছে তালেবান।

সোমবার (৫ জুলাই) বিবিসি নিউজের এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, কূটনৈতিক মিশন প্রতিরক্ষা এবং কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তায় সম্ভবত এক হাজার আমেরিকান সেনা আফগানিস্তানে থেকে যেতে পারে।

যদিও দীর্ঘ বিশ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটেছে, তবে প্রতিনিয়তই দেশটিতে বিভিন্ন অঞ্চল দখলে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। তালেবান অধ্যুষিত এলাকায় আল কায়েদাসহ অন্যান্য জঙ্গিগোষ্ঠীকে আশ্রয় ও সহায়তা প্রদান না করার শর্তে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোভুক্ত বাহিনীগুলোর সেনা প্রত্যাহার চুক্তি হয়। প্রেসিডেন্ট জো বাইডেন ৯/১১ হামলার ২০ বছর পূর্তি হিসেবে সেপ্টেম্বরের ১১ তারিখে পুরোপুরি সৈন্যপ্রত্যাহারের শেষ সময় হিসেবে বেঁধে দিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, সৈন্য প্রত্যাহারে সম্ভবত আরো সময় লেগে যেতে পারে।

বিশ্লেষকরা কাবুলের ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ জানিয়ে বলেছে, কাবুলের সুরক্ষার দায়িত্ব নেয়ার জন্য আফগান বাহিনী একা যথেষ্ট নয়। তবে, আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ ঘানি জোর দিয়ে বলেছেন যে দেশটির সুরক্ষা বাহিনী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রাখতে পুরোপুরি সক্ষম।
এদিকে তালেবান মুখপাত্র সুহেল শাহীন বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন,’কাবুলকে সামরিকভাবে দখল করা তালেবান নীতি নয়। তবে সৈন্য প্রত্যাহারের শেষ তারিখ অতিবাহিত হওবার কোনও বিদেশি সামরিক বাহিনী এই ভুমিতে থাকতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘তারা যদি দোহার চুক্তির বিরুদ্ধে কার্যক্রম হাতে নেয় তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে হবে তা নেতৃবৃন্দের সাথে আলোচনা করা সিদ্ধান্ত নেয়া হবে।

সৈন্যদের কূটনৈতিক প্রতিরক্ষা মিশনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুহেল শাহীন জোর দিয়ে বলেন, তালেবানরা কখনোই কূটনীতিবৃন্দ, এনজিও এবং অন্যান্য বিদেশী নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না। এখন পর্যন্ত তাদের সুরক্ষার জন্য কোন নিরাপত্তা বাহিনীর প্রয়োজন হয়নি। আমদের অবস্থান বিদেশী সামরিক বাহিনীগুলোর বিরুদ্ধে। কূটনৈতিক কর্মকর্তা ও বিভিন্ন এনজিওকর্মীরা আমাদের জনগণের জন্যই কাজ করে। আমরা তাদের জন্য কখনই হুমকি হয়ে দাঁড়াবো না।

তথ্যসূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com