1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

বেলারুশের সাবেক প্রেসিডেন্ট প্রার্থীর ১৪ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বেলারুশের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর বাবারিকোকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। মঙ্গলবার (৬ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যদিও ভিক্টর বাবারিকো তার বিরুদ্ধে আনিত দুর্নীতির দায় অস্বীকার করেছেন। পশ্চিমা দেশগুলো ও নির্বাসিত বিরোধীদলীয় নেতারা এ রায়ের নিন্দা জানিয়েছেন।

এর আগে গত জুনে ৫৭ বছর বয়সি এই নেতাকে আটক করা হয়েছিল। জনমত জরিপে তখন দেখা গেছিল যে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রবীণ নেতা আলেক্সান্ডার লুকাশাঙ্কোর চেয়ে তিনি এগিয়ে ছিলেন।

১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা লাকাশাঙ্কো নির্বাচনে তিনি নিজেকে বিপুল ব্যবধানে বিজয়ি দাবি করেন। নতুন মেয়াদে ক্ষমতা দখল করলেও দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করেন।

এদিকে মঙ্গলবারের এই রায় আসার আগে সাবেক বেলগাজপ্রোব্যাংকের প্রধান বাবারিকোর মিত্ররা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সাজানো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com