আন্তর্জাতিক ডেস্ক : সশস্ত্র হামলায় হাইতির প্রেসিডেন্ট জুভিনিল মু্ইসি নিহত হয়েছেন। নিজ বাসভবনে তিনি হামলার শিকার হয়েছেন। হাইতির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, পোর্ট-অ-প্রিন্সে প্রেসিডেন্ট মুইসির বাসভবনে স্থানীয় সময় রাত ১টায় অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়। হামলায় ফার্স্ট লেডি গুরুতর আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ বলেছেন, ‘রাষ্ট্রীয় কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।’
পূর্বসূরী মিশেল মার্টলির পদত্যাগের পর ৫৩ বছর বয়সী মুইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট ছিলেন। ক্ষমতায় থাকাকালে মুইসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। বারবার সরকারবিরোধী বিক্ষোভের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তিনি।