আন্তর্জাতিক ডেস্ক : ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন পদত্যাগ করেছেন। মোদির মন্ত্রিসভায় রদবদলের আগেই বুধবার তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ মন্ত্রিসভার রদবদল হতে পারে। এর আগেই হর্ষ বর্ধনসহ পদত্যাগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশ্বিনি চৌবে, শিক্ষামন্ত্রী রমেশ পোাখরিয়াল নিশঙ্ক, শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার, রাসায়নিক ও সারবিষয়ক মন্ত্রী সদানন্দ গৌড়া,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, নারী ও শিশু কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, ভোক্তা কল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী রাও সাহেব ধানবে পাতিল, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোর্তে, পশুপালন মন্ত্রী প্রতাপ চন্দ্র সারঙ্গি এবং জলশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী রতন লাল কাটারিয়া।
মন্ত্রিসভার এই রদবদলে অন্য মন্ত্রীদের পদত্যাগে প্রশ্ন না উঠলেও স্বাস্থ্যমন্ত্রীর বিষয়ে প্রশ্ন উঠেছে। করোনা পরিস্থিতিতে ভারতে স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশা দেখা গিয়েছিল। বহু বছর পর ফের বিদেশ থেকে ত্রাণ নিতে হয়েছিল নয়া দিল্লিকে। একদিনে ৪ লাখ ছাড়িয়ে গিয়েছিল সংক্রমণ। উত্তর প্রদেশের নদীতে ভাসতে দেখা গেছে মৃতদেহ। নিজের দেশের প্রতিষ্ঠানে টিকা উৎপাদিত হলেও দেশের মধ্যে টিকার হাহাকার দেখা গেছে।
এই পরিস্থিতিতে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে হর্ষ বর্ধনকে সরিয়ে প্রধানমন্ত্রী মোদিকে একটি নতুন সূচনা চাইছেন? কিন্তু নতুন মন্ত্রী যদি হঠাৎ করে আসা এই দায়িত্ব করে সামাল দিতে না পারেন তাহলে দায় নিবে কে?