1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মহামারির এ দিনগুলোতে যে দোয়া অধিক পড়ব

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

ইসলাম ডেস্ক : বিশ্বময় মহামারি করোনায় লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন এবং এ সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। কেবলমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন এর শেষ কোথায়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ৬ হাজার ২১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৪

হাজার ৯১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (০৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মহামারিসহ সকল বিপদ-আপদ থেকে রক্ষায় আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং দোয়া করা উচিত। কেননা একমাত্র তিনিই পারেন আমাদেরকে ক্ষমা করে সব বিপদ থেকে রক্ষা করতে।

মহামারির এ সময়ে আমরা যে যেখানে অবস্থান করছি সে যেন সেখান থেকে অন্য কোথাও না যাই। কেননা এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে নিষেধ করেছেন।

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘কোথাও মহামারি দেখা দিলে এবং সেখানে তোমরা অবস্থানরত থাকলে সে জায়গা ছেড়ে চলে এসো না। আবার কোনো এলাকায় এটা দেখা দিলে এবং সেখানে তোমরা অবস্থান না করে থাকলে, সে জায়গায় গমন করো না।’ (তিরমিজি, হাদিস : ১০৬৫)

এ সময় আমরা এ দোয়াটি অধিকহারে পড়ব-‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি, ওয়াল জুনু-নি, ওয়াল জুজামি, ওয়া মিন সাইয়িইল আসকাম।’ অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে কুষ্ঠরোগ, মস্তিষ্কের বিকৃতি ও সব ধরনের দুরারোগ্য থেকে মুক্তি চাচ্ছি।’ (আদু দাউদ, হাদিস : ৫৪৯৩)

হে দয়াময় আল্লাহ! আপনি আমাদের ক্ষমা করে আপনার নিরাপত্তার চাদরে আবৃত করে নিন, আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com