1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু ঝিনাইগাতিতে নিখোঁজের ৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, ১২ নাবিক নিখোঁজ বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী জিআই স্বীকৃতি পেলো টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত: অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ পবিত্র ভোটের মাধ্যমে নালিতাবাড়ীতে থাকার সুযোগ চাইলেন হাজি মোশারফ গাজায় গণকবর: স্বাধীন তদন্তের নির্দেশ জাতিসংঘের, দাবি আন্তর্জাতিক সংস্থাগুলোর ৪১.৬ ডিগ্রিতে তাপমাত্রা, ১৬ জেলায় তীব্র তাপপ্রবাহ নালিতাবাড়ীতে ছাগলে ধানক্ষেত খাওয়াকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, মারধর

তাদের নতুন ধারাবাহিক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি : দীপা খন্দকার নাট্যাঙ্গনের নন্দিত অভিনেত্রী। গেল সপ্তাহে তিনি নতুন ধারাবাহিক নাটক ‘খানবাড়ি বাড়াবাড়ি’র কাজ শুরু করেছেন। এই ধারাবাহিকে তিনি মাহমুদুল ইসলাম মিঠুর শ্যালিকা চরিত্রে অভিনয় করছেন। নাম তার স্বপ্না। একটি মিশন পরিপূর্ন করার লক্ষ্য নিয়েই দীপা অর্থাৎ স্বপ্না খানবাড়িতে আসে। এই ধারাবাহিকটির প্রথম লটের শুটিং-এ অংশ নিয়েছেন দীপা খন্দকার। এতে তার সঙ্গে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কাজল সুবর্ণ ও মিম চৌধুরী। তারা দুজন অভিনয় করেছেন যথাক্রমে তমা ও জুঁই চরিত্রে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘মূলত এই নাটকের গল্পে দেখা যাবে আমি খানবাড়ির খান সাহেবকে বিয়ে করানোর লক্ষ্যে সেই বাড়িতে আমার আগমন ঘটে। এরপর নানান ধরনের মজার মজার ঘটনা ঘটতে থাকে। গল্পটি খুব মজার। যে কারণে কাজ করেও ভীষণ ভালো লেগেছে। যারা এই নাটকে আমার সঙ্গে অভিনয় করেছেন, তারা প্রত্যেকেই যার যার চরিত্রে খুব ভালো অভিনয় করার চেষ্টা করেছেন, বিশেষত নতুন যারা অভিনয় করেছেন যেমন মিম, কাজলসহ আরো যারা আছেন। আমরা সবাই মিলে প্রতিটি দৃশ্য উপভোগ করার চেষ্টা করেছি যাতে কাজটি প্রাণবন্ত মনে হয়। আর এর আগেও সকাল আহমেদের নির্দেশনায় অভিনয় করেছি। তিনি বেশ যত্ন নিয়েই নাটক নির্মাণ করেন।’
কাজল সুবর্ণ বলেন, ‘আমাদের নাটকটির প্রচার শুরু। তাই নিজের মধ্যেই কেমন যেন একটা টেনশন কাজ করছে। কারণ এবারই প্রথম আমি নাটকে একজন টম বয়ের চরিত্রে অভিনয় করেছি। টম বয়ের চরিত্রে আমি আফরান নিশো ভাইকে দেখেছি অসাধারণ অভিনয় করতে। আমি আমার নিজের ভেতর আফরান নিশো ভাইকে লালন করেই চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি।’
নাটকে অভিনয় প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, ‘এর আগেও সকাল ভাইয়ের নির্দেশনায় আমি আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তিনি অনেক যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। এই নাটকে তমা চরিত্রটি আমি পরিচালকের মনের মতোই ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’
সকাল আহমেদ জানান,  এখন থেকে প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার  বৈশাখী টিভিতে রাত আটটায় নাটকটি প্রচার হবে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন প্রাণ রায়, পারসা ইভানা, সামান্তা প্রমুখ। ‘খানবাড়ি বাড়াবাড়ি’ নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন। এদিকে দীপা খন্দকার এরই মধ্যে নৈম নজরুলের নির্দেশনায় ‘দূরন্ত’ টিভিতে প্রচারের জন্য নতুন আরেকটি ধারাবাহিকে অভিনয় করছেন।
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!