শ্রীবরদী (শেরপুর) : আসন্ন ঈদুল আযহা উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে অসহায় হতদরিদ্র উপকারভোগীদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার গোসাইপুর ইউনিয়নের ১ হাজার ৪০২ জন উপকারভোগীর মাঝে স্বাস্থ্যবিধি মেনে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমেদ, ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান সহ ইউপি সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গোসাইপুর ইউনিয়ন পরিষদের ১ হাজার ৪০২ জনের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়।