আমিরুল ইসলাম : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুড়া নেছারিয়া দাখিল মাদরাসার সুপার মাও: নুরুল ইসলামের (৬৪) নামাজে জানাযা আজ ১৮ (জুলাই) রবিবার সকাল ১০ঘটিকায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে,২ মেয়ে,নাতনি সহ বহু আত্বীয়-স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন। জানাযা শেষে নন্নী পশ্চিম পাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, মাও : নুরুল ইসলাম গতকাল শনিবার দুপুর ১টা ২০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।