যশোর : যশোরের ঝিকরগাছায় কর্মহীন ৭০০ পরিবারের মধ্যে ভার্চুয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল।
রবিবার সকালে স্থানীয় দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণের অনুষ্ঠানে বিশেষ অতিথির ভার্চৃুয়াল বক্তব্য দেন, সংগঠনের সহ সভাপতি এ্যাডভোকেট মাহবুবুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, খুলনা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী।
উপজেলা যুবলীগের আহবায়ক ছেলিমুল হক সালামের সভাপতিত্বে স্থানীয় ভাবে বক্তব্য রাখেন- খাদ্যসামগ্রী বিতরণের মূল উদ্যোক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ নাসিমুল হাবিব শিপার।
এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, বরেণ্য সাহিত্যিক হোসেনউদ্দীন হোসেন, চৌগাছা উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, উপজেলা যুবলীগের আহবায়ক ইলিয়াজ মাহমুদ, উপজেলা ও পৌর সদস্য তাজউদ্দীন আহমেদ, কামরুজ্জামান মিন্টু, শাওন রেজা খোকা, যুবলীগ নেতা মকলেচুর রহমান কেটিসহ জেলা ও উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।