মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে কোভিড-১৯ মহামারির জন্য মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ জুলাই) সকালে রাংটিয়া আদর্শ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ ও বাকাকুড়া মহিলা মার্কেট চত্ত্বরে ২শ কোচ এবং হাজং জনগোষ্ঠী পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলকুড়া ইউপি চেয়ারম্যান মজনু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচ, সমাজসেবক গোলাপ হোসেন, মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিম রাকসাম, এসআইএল এর প্যাক সদস্য শ্রী রিপুরাম কোচ, শ্রী মাদব হাজং।
এছাড়াও গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, আলু, তেল, লবন ও সাবান।