নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলায় ঈদের দিন বাবার বাড়িতে যেতে না পেরে স্বামীর সাথে অভিমানে দিলরুবা (২৬) নামে এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছে।
গতকাল বুধবার (২১জুলাই) ঈদের দিন রাতে স্থানীয়রা পুলিশকে দিলে খবর পেয়ে রাত ২টা সময় সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা ঝুলে থাকা দিলরুবা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নকলা পৌরসভার কায়দা গ্রামের আশিক মিয়ার সাথে ঝিনাইগাতী উপজেলার দিলরুবার ঢাকায় গার্মেন্টসে চাকুরির সুবাদে পরিচয়ে বিয়ে হয়। গতকাল থেকে দিলরুবা বাবার বাড়ি যেতে চাইলেও আশিকের বাঁধার কারণে বাড়ি না যেতে পারেনি। এ অভিমানে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে । লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর বলেন, এ ব্যাপারে নকলা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।