1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠাতে বাধা, সংঘর্ষে আইনজীবী নিহত সমাবেশে নিতে সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে আটক ১১ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে অহিংস গণঅভ্যুত্থানের সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ

পদক তালিকায় জাপানের শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়েছে চীন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : চীন এবং জাপান- টোকিও অলিম্পিকে চলছে দুই প্রতিবেশি দেশের আধিপত্যের লড়াই। টানা চারদিন শ্রেষ্ঠত্ব ধরে রাখার পর অবশেষে স্বাগতিক জাপানকে পেছনে ফেলেছে চীনারা। পদক তালিকায় স্বর্ণের লড়াইয়ে দুই দেশ সমানে-সমান হলেও মোট পদক তালিকায় সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছে চীন।

সাঁতারে সবার চোখ ছিল ১০০ মিটার ফ্রি-স্টাইলে। দিনের শুরুতেই যুক্তরাষ্ট্রের সেলেব ড্রেসেল রেকর্ড টাইমিং করে সোনা জিতে সব আলো কেড়ে নেন। দিনের শেষভাগে বাটারফ্লাইয়ের হিটে নেমেছিলেন।  ২০১৬ সালে জোসেফ স্কুলিংয়ের গড়া ৫০.৩৯ সেকেন্ডের রেকর্ড ছুঁয়েছেন ড্রেসেল। ওদিকে রিও অলিম্পিকে মাইকেল ফেল্‌প্‌সকে হারিয়ে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জেতা স্কুলিং নিজের হিটে সবার শেষে ছিলেন। সব মিলিয়ে হয়েছেন ৪৪তম!

জিমন্যাস্টিক্স নিয়েও সবার আগ্রহ এবং কৌতুহল থাকে চরমে। জিমন্যাস্টিকসের অল অ্যারাউন্ডে সোনা জিতে নিয়েছেন সুনিসা লি। মেয়েদের জিমন্যাস্টিকসে অল অ্যারাউন্ডে লির আগে এশিয়ান বংশোদ্ভূত কেউ সোনা জেতেনি।

এই ইভেন্টে দ্বিতীয় হয়েছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রেদা। মেয়েদের জিমন্যাস্টিকসে এটাই ব্রাজিলের প্রথম পদক। লাতিন আমেরিকা অঞ্চলেও মেয়েদের জিমন্যাস্টিকসে এটি প্রথম পদক। পদক তালিকায় ঢুকতে না পারলেও ইতিহাস গড়েছেন ব্রিটেনের জেসিকা গেদিরোভা। আজকের ফাইনালে দশম হয়েছেন জেসিকা। তাতেই ব্রিটেনের হয়ে সেরা সাফল্য তার। ১৩তম হয়েছেন তারই যমজ বোন জেনিফার গেদিরোভা। পরশু ব্রিটেনকে দলগত ইভেন্টে জিমন্যাস্টিকসের প্রথম পদক এনে দেওয়া দলে ছিলেন দুই যমজ বোন।

রোমান সানার পর আরচারি থেকে আজ বিদায় ঘটেছে বাংলাদেশের। নারীদের রিকার্ভের প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছেন দিয়া সিদ্দিকী। টাইব্রেকারে শেষ শটে ১০ পয়েন্ট নিতে না পারায় শেষ ৬৪ রাউন্ড থেকেই বাদ পড়েছেন দিয়া। আগামীকাল বাংলাদেশের পক্ষে অলিম্পিকের পুলে নামবেন আরিফুল ইসলাম ও জুনায়না আহমেদ। দুজনই ৫০ মিটার ফ্রি-স্টাইলে অংশ নেবেন।

jagonews24

আজ সাঁতার ও টেবিল টেনিস থেকে তিনটি সোনা জিতছে চীন। সর্বোচ্চ ১৫টি সোনা এখন চীনের। ১৫টি সোনা জিতেছে জাপানও। ওদিকে চীনের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সাঁতারের দুটি সোনার সঙ্গে জিমন্যাস্টিকস থেকে এসেছে অন্য সোনাটি। ১৪ সোনা নিয়ে এখন তিনে আছে যুক্তরাষ্ট্র।

কাল থেকে শুরু হবে অ্যাথলেটিকস। এরপরই পদক তালিকায় বল্গা হরিণের মতো ছুটতে শুরু করবে যুক্তরাষ্ট্র। রাশিয়া আজ মাত্র একটি সোনা জিতেছে। দুটি সোনা জিতে রাশিয়ার পাশে এখন অস্ট্রেলিয়া। ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও ফ্রান্স আজ কোনো সোনার দেখা পায়নি।

এখন পর্যন্ত ৬৬টি দেশ পদক জিতেছে। এর মধ্যে ৮টি দেশের সম্বল শুধু একটি ব্রোঞ্জ। একাধিক ব্রোঞ্জ জিতেছে পাঁচটি দেশ। এক বা একাধিক রুপা জেতা দেশের সংখ্যা ১৪টি। এখন পর্যন্ত মোট ৩৯টি দেশ সোনার পদক জিতেছে টোকিও অলিম্পিকে।

অলিম্পিকের পদক তালিকা (২৯/৭/২০২১, বৃহস্পতিবার)

দেশসোনারুপাব্রোঞ্জমোট
চীন১৫৩১
জাপান১৫২৫
যুক্তরাষ্ট্র১৪১৪১০৩৮
রাশিয়া১১২৮
অস্ট্রেলিয়া১১২০
ব্রিটেন১৮
দক্ষিণ কোরিয়া১২
ফ্রান্স১১
জার্মানি১৩
ইতালি১০১৯
নেদারল্যান্ডস১৩
কানাডা১০
হাঙ্গেরি
স্লোভেনিয়া
ক্রোয়েশিয়া
কসোভো

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com