1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

ইকুয়েডরে কারাগারে সহিংসতা: নিহত বেড়ে ১১৬

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ সহিংসতায় নিহত বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। দেশটির গুয়াইয়াস প্রদেশের দেল লিটোরাল কারাগারে মঙ্গলবার এই সংষর্ষ হয়।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন ৮০ জনেরও বেশি কয়েদি। কমপক্ষে পাঁচজন কয়েদিকে শিরশ্ছদ করে হত্যা করা হয়। অন্যরা গুলিতে নিহত হন।

আঞ্চলিক পুলিশ কমান্ডার জেনারেল ফাউসতো বুউনানো বলেছেন, ‘কারাবন্দিদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। হতাহতের ওপর গ্রেনেডও ছুড়ে মারা হয়েছিল।’

দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক টুইট বার্তায় এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, তার তাগিদ দিয়েছেন।
লাসসো সাংবাদিকদের বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক। ক্ষমতা নিয়ে দ্বন্দের কারণে সন্ত্রাসী গ্রুপগুলো কারাগারগুলোকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে।’

ইকুয়েডরের কারা বিভাগের পরিচালক বলিভার গার্জন স্থানীয় একটি রেডিওকে বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছিল। তবে এখন কারাগারের পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু তার আগে কারাগারের ভেতরে গুলি, বিস্ফোরণসহ নানা সহিংস ঘটনা ঘটে।’

কারাগার নিয়ন্ত্রণ আনতে ৪০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। কারাবনন্দিদের অধিকাংশই বৈশ্বিক মাদক ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত।

এর আগেও কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে ইকুয়েডরে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সদস্যদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে এমন সংঘাতে ৭৯ জন কয়েদি নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com