1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

ময়মনসিংহে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: ২ ভাইকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম :: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহ: ময়মনসিংহের সদর উপজেলার চর সিরতা নয়াপাড়া গ্রামে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—ওই এলাকার আলী আকবরের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও শফিকুল ইসলাম (৩০)।

ওসি জানান, সম্প্রতি স্থানীয় একটি মসজিদ কমিটি ও মসজিদের জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব দেখা দেয়। শুক্রবার দুপুরে রফিকুল ইসলাম স্থানীয় একটি বাজারে মুদির দোকানে বেঁচাকেনা করছিলেন। এ সময় হঠাৎ প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রফিকুল ইসলামের ওপর হামলা চালায়। এসময় তার ভাই সফিকুল ইসলামের এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে জব্দ করে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রফিকুল মারা যায়। শফিকুলের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক‌্যালে স্থানান্তর করা হয়। পরে সেখানে নিয়ে গেলে রাতে শফিকুলও মারা যায়।

ওসি শাহ কামাল আকন্দ আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com