1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন

পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, আটকে দিল বিজিবি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
জয়পুরহাট: ভারতীয় বিএসএফ কর্তৃক জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা (ঘোনাপাড়া) সীমান্তের ২৮১ নম্বর পিলারের কাছে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তুতি নিলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাতে বাধা দেন। ফলে ওই সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা ক্যাম্পের অধীন উচনা (ঘোনাপাড়া) সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাটখোলা বিওপির অধীন উচনা (ঘোনাপাড়া) মেইন ২৮১ নম্বর পিলারের সাব পিলার নম্বর ৩৭ ও ৩৮ থেকে ভারতীয় অংশের ৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নেয় বিএসএফ।

এ সময় হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার সাইদুল বারী বিএসএফকে বাধা প্রদান করেন। এ ঘটনায় পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে বিজিবির উপস্থিতি জোরদার করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে।হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ ২৮১ নম্বর পিলার এলাকায় জঙ্গল পরিষ্কার করে কাউকে কিছু না জানিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করলে আমরা বাধা দিয়ে কাজ বন্ধ করি। তবে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com