বিনোদন ডেস্ক : অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মারা গেছেন মেক্সিকান অভিনেত্রী-সংগীতশিল্পী তানিয়া মেন্দোসা। গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দেশটির কুয়েরনাভাকা শহরে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১ বছর বয়েসী ছেলের ফুটবল কোচিংয়ের বাইরে অন্য অভিভাবকদের সঙ্গে অপেক্ষা করছিলেন তানিয়া। এ সময় অস্ত্রধারী দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তাকে বেশ কয়েকটি গুলি করে পালিয়ে যায়।
২০১০ সালে স্বামী, সন্তানসহ তাকে অপহরণ করা হয়। তখন তার সন্তানের বয়স ছিল ছয় মাস। এ ছাড়া বেশ কয়েকবার মৃত্যুর হুমকি দেওয়ায় রাজ্যের প্রধান আইন কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেছিলেন তানিয়া। তবে এই মেক্সিকান অভিনেত্রী ও গায়িকাকে হত্যার সুস্পষ্ট কোনো কারণ জানা যায়নি। পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের খুঁজছে। খুনের এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হননি।
২০০৫ সালে ‘লা মেরা মেরা রেইনা ডেল সুর’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন তানিয়া। তার গাওয়া পাঁচটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।