মারুফ সরকার, বিনোদন : ভোটগ্রহণ চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির। এ উপলক্ষে এফসিডিতে এখন অভিনয়শিল্পীদের মিলনমেলা। অনেক শিল্পীই দীর্ঘদিন পর তাদের প্রিয় এফডিসিতে এসেছেন। তারা ভোট দিতে এসে বেশ স্মৃতিকাতর হয়ে পড়েন। যদিও সকাল থেকেই বিতর্ক চলছে। সেই বিতর্ক আরও একটু বাড়িয়ে দিলেন দুই প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ ও জায়েদ খান।
চিত্রনায়ক জায়েদ খান ভোটারদের টাকা দিচ্ছেন বলে অভিযোগ এনেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। শুক্রবার (২৮ জানুয়ারি) ভোটগ্রহণ চলছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সে সময় এই অভিযোগ করেন তিনি।
এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘জায়েদ চাদর পরে এসেছেন এবং ভোটারদের কাছে গিয়ে চাদরের তল দিয়ে টাকা ধরিয়ে দিচ্ছেন। আমি কাছে গেলে তিনি দ্রুত কয়েকবার জায়গা থেকে সরে যান। বিষয়টি নিয়ে আমি নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ করেছি।’
অন্যদিকে জায়েদ খান বলেন, ‘শীতের দিন পাঞ্জাবির সঙ্গে সবাই চাদর পরেন। আর এটা কি ইউনিয়ন পরিষদ নির্বাচন যে টাকা দেব? তারাও তো ভোট চাইছেন। তাহলে আমার দোষ কোথায়? আমি আসলে ভালো কাজ করেছি তাই আমাকে আটকাতে চাচ্ছেন।’