1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘বিএনপি এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না’

  • আপডেট টাইম :: শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

রাজনীতি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বিএনপির স্ট্যান্ট খুব পরিষ্কার। আমরা মনে করি, এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না; সেটার জন্য নির্বাচন কমিশন বা সার্চ কমিটি যা-ই করা হোক।’

শনিবার (৫ ফেব্রুয়ারি) নবগঠিত সার্চ কমিটির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এসব কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, ‘যেহেতু এ সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, সেহেতু এ কমিটির ব্যাপারে আমরা তেমন কোনো মন্তব্য করতে চাই না। সরকার এর আগেও বলেছে, নির্বাচন কমিশনের সবাই নিরপেক্ষভাবে কাজ করবে। এরপর আমরা যে কমিশন পেয়েছি, সেটা বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম নির্বাচন কমিশন। তারা যা করেছেন, সেটা দেশবাসী দেখেছে।’

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ‘সরকারের অধীনে নির্বাচন তো নির্বাচন কমিশন করে না, করে প্রশাসন। সে প্রশাসন থাকে পুরোই সরকারের অধীনে। তাই, সে প্রশাসন বা সরকারের অধীনে নির্বাচন যে সুষ্ঠু হবে না, সেটা প্রমাণিত হয়েছে। বিএনপি প্রথম থেকেই বলে এসেছে, এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না। এখনও আমরা তাই মনে করি। সুতরাং, যে নির্বাচন নিরপেক্ষ হবে না, তাকে কেন্দ্র করে যত বড় কমিশনই গঠন করা হোক না কেন, কোনো কিছুতেই কিছু হবে না।’

উল্লেখ্য, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com