1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

কাঞ্চন ভাইকে শপথ পড়িয়েছি, নিপুণকে পড়াইনি: মিশা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিপুণ জয়ী হলেও এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন জায়েদ খান।

এদিকে আজ (৭ ফেব্রুয়ারি) জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

যদিও গতকাল বিএফডিসিতে নিপুণসহ তার প্যানেলের বিজয়ীরা শপথ গ্রহণ করেছেন।  মিশা-জায়েদ প্যানেলের একজনই উপস্থিত ছিলেন সেখানে, তিনি মিশা সওদাগর। বিকেল সাড়ে ৫টায় বিদায়ি সভাপতি মিশা সওদাগর শপথ পাঠ করান নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে। পরে সভাপতি শপথ পাঠ করান সাধারণ সম্পাদকসহ অন্যদের।
সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে- তাহলে কি নিপুণকে মেনে নিলেন মিশা?
এ বিষয়ে জানতে কথা হয় সদ্যবিদায়ী শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের সঙ্গে।

মিশা সওদাগর বলেন, ‘আমি সভাপতি কাঞ্চন ভাইকে শপথ পড়িয়েছি, নিপুণকে পড়াইনি। কাঞ্চন ভাই নিপুণসহ সবাইকে শপথ পড়িয়েছেন। আমাকে কাঞ্চন ভাই ফোন করেছিলেন। তিনি আমাকে বললেন- নির্বাচন কমিশন নেই, তুমি আসো। তখনও আমি জানতাম না আপিল বোর্ডের সিদ্ধান্ত। এখন জায়েদ কোর্টের রায় নিয়ে এসেছে। বিষয়টি এখন আর আমাদের মধ্যে নেই।’

‘আইনিভাবেই এগুতে হবে’ উল্লেখ করে দেশসেরা এই খলনায়ক বলেন, ‘নিপুণকে বা জায়েদ খানকে মেনে নেওয়ার বিষয় এটি নয়। যে জয়ী হয়ে আসবে সে আগামী দুই বছর সাধারণ সম্পাদক থাকবে।’
তবে চলচ্চিত্রসংশ্লিষ্টরা বলছেন, শপথ অনুষ্ঠানে মিশা সওদাগর কার্যত নিপুণকে সমর্থন দিয়েছেন। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘তার (মিশা সওদাগর) অন্তত আমার সাথে যে অন্যায় হয়েছে সেটা নিয়ে বলা উচিত ছিল।’

এ দিকে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এক সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এর জবাব দিতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com