শেরপুর : সারাদেশের ন্যায় বুধবার খ্রীষ্টান ধর্মাবল্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড় দিন পালিত হয়েছে শেরপুরে। এ উপলক্ষে দিনব্যাপী জেলার বিভিন্ন খ্রীষ্টান মিশন এবং ধর্মীয় উপাসানালয়ে চলেছে উৎসবের আমেজ।
জেলার বিভিন্ন উপজেলার খ্রীষ্টান ধর্মপল্লীসহ বিভিন্ন এলাকার ২৯টি গীর্জায় প্রায় বিশ হাজার খ্রীষ্টান ধর্মে দীক্ষিত গারো আদিবাসীসহ খ্রীষ্টভক্তরা নানা আয়োজনে শুভ বড় দিন পালন করে। এসবের মধ্যে, কেক কাটা, যিশুর জন্মস্থান প্রতিকী গোয়াল ঘর তৈরি করে আরাধনা, কীর্ত্তন, খ্রিষ্টমাস গাছ সাজানো ও বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত খাওয়া ও প্রীতিভোজ এবং আত্মীয়-স্বজনদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ইত্যাদি।
জেলার বাইরে অবস্থানরত আত্মীয়-স্বজনরা এবং কর্মরত লোকজন বড় দিনের ছুটি নিয়ে বাড়িতে এসে পরিবারের সদস্যদের সাথে দিনটি আনন্দ উপভোগ করেছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন গির্জার পাশে চলে শিশুদের এবং আদিবাসী পণ্যের মেলা।
এদিকে জেলার সব ধর্মপল্লীতে যেন নির্বিঘেœ খ্রীষ্টানরা তাদের ধর্মীয় উৎসব করতে পরে সে জন্য জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার লোকজন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।