বিনোদন ডেস্ক : সবুজ-শ্যামলিমায় ঘেরা ছোট ছোট পাহাড়ে সুসজ্জিত শেরপুরের গারোপাহাড়ে নির্মিত হচ্ছে ডজনখানেক শর্ট ফিল্ম। ইউটিউব চ্যানেল ‘সোনার বাংলা সোনার কৃষক’ এর জন্য খাইরুন সুন্দরী খ্যাত মনির চলচ্চিত্রের ব্যানারে এসব শর্টফিল্ম নির্মাণ করছেন প্রযোজক আসাদুজ্জামান।
গত ৩ মার্চ থেকে চলছে নালিতাবাড়ী উপজেলার ডালুকোনা পাহাড়ের বিভিন্ন লোকেশনে এসব শর্ট ফিল্ম এর শ্যুটিংয়ের কাজ। চলবে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত। ডজনখানেক শর্ট ফিল্ম এর মধ্যে রয়েছে- নির্যাতিতা কৃষাণী, কৃষকের প্রত্যাশা, বিয়ে করলাম কেন, সর্বনাশা ভোগাই, একরাত্রী ইত্যাদি।
খাইরুন সুন্দরী খ্যাতনামা খল অভিনেতা শহীদ উল্লাহ তালুকদার মুকুল, চলচ্চিত্র অভিনেতা ওয়াদুদ রঙ্গিলা, নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, টিভি অভিনেত্রী মায়া, মডেল মাহিম খান, মুক্তামণি, হিরাসহ আরও কয়েকজন নতুন মুখ রয়েছেন এসব চিত্রায়নে। প্রতিদিন সকাল থেকে রাত অব্দি চলছে নানা দৃশ্য তৈরির কাজ। শর্ট ফিল্মগুলোর কাজ শেষ হলে পর্যায়ক্রমে ‘সোনার বাংলা সোনার কৃষক’ চ্যানেল মুক্তি দেওয়া হবে।