1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে জনগণের পকেট কাটা হচ্ছে : যুব জাগপা

  • আপডেট টাইম :: বুধবার, ৯ মার্চ, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে জনগণের পকেট কাটা হচ্ছে বলে অভিযোগ করেছে যুব জাগপা। আজ ৯ মার্চ ২০২২ বুধবার সকালে ১১ টায় ঢাকা মহানগর উত্তর যুব জাগপার নেতৃবৃন্দের সাথে দলীয় কার্যালয়ে এক আলোচনায় এ অভিযোগ করেন যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি মীর আমির হোসেন আমু।

মীর আমির হোসেন আমু বলেন, মুক্তিযুদ্ধের চেতনার দর্শনের বদলে সরকার এখন মুক্তবাজার চেতনার দর্শনের ভিত্তিতে দেশ পরিচালনা করছে। ‘চলমান লুটপাটতন্ত্র ও দুঃশাসনের অবসান ঘটানোর লড়াইয়ে দেশের মানুষকে শামিল হতে হবে।

তিনি আরও বলেন, গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে জনগণের পকেট কাটা হচ্ছে। লুটপাটের ধাক্কায় বর্তমান নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে। ‘বিনা ভোটের সরকার’ দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে।’

যুব জাগপার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল রাজা বলেন, সরকারের বাজার তদারকি ও নিয়ন্ত্রণের অভাবে ব্যবসায়ী সিন্ডিকেট দাম বাড়িয়েই চলেছে। ‘দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া’র ধাক্কায় মানুষের দৈনন্দিন জীবন চরম হুমকির মধ্যে পড়েছে।গণবিরোধী সরকার লুটেরা, মুনাফাখোর, মজুতদারদের ‘পাহারাদার’ হিসেবে ব্যবসায়ী সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে।  সাধারণ মানুষের প্রতি সরকারের কোনো দায় নেই।

আলোচনায় নেতৃবৃন্দ আরও বলেন, গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, গণবণ্টন ব্যবস্থা চালু, টিসিবির কার্যক্রম জোরদার করা, ন্যায্যমূল্যের দোকান চালু, অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেয়া, লুটেরা মজুতদার মুনাফাখোর মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।

তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, আতিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুব নেতা আতিকুল ইসলাম আতিক, মাহমুদুল হক রাব্বী, শরিফ তালুকদার, ইকরাম চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com