আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে। মারা যাওয়া সবাই ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা।
ওয়াশিংটনের কিংস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও তিনজনের এবং সোহোমিশ কাউন্টিতে আরেকজনের মৃত্যু হয়েছে। আর আগে থেকে কোভিড-১৯ রোগে আক্রান্ত অনেকের শারীরিক অবস্থা স্থিতিশিল রয়েছে।
এদিকে সবশেষ দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা একশজনে দাঁড়িয়েছে।
দেশটির অন্তত ১০টি অঙ্গরাজ্যে করোনাভাইরাস রোগী শনাক্ত করা হয়েছে। রাজ্যগুলো হলো- ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ইলিয়ন্স, ফ্লোরিডা, ওরেগন, রোড আইল্যান্ড, অ্যারিজোনা, ম্যাসাচুসেটস, নিউইয়র্ক এবং উইসকনসিন। তবে এখন পর্যন্ত মারা যাওয়া সবাই ওয়াশিংটনের বাসিন্দা।
অন্যদিকে সৌদি আরব, ইন্দোনেশিয়া, চেক প্রজাতন্ত্র এবং তিউনিশিয়া কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়া রোগীর তথ্য জানিয়েছে।