বিনোদন ডেস্ক : সোনার ময়না পাখি পুর্ণদৈর্ঘ চলচ্চিত্রের প্রযোজক আসাদুজ্জামান আসাদ এর রচনা ও পরিচালনায় নির্মিত হলো এক পর্বের নাটক ‘ভালোসার বন্ধন’। মনির চলচ্চিত্রের প্রযোজনা ও সোনার বাংলা সোনার কৃষক চ্যানেলে পরিবেশনায় নাটকটি চিত্রায়িত হয়েছে শেরপুরের গারো পাহাড়ে।
গতকাল শনিবার (১২ মার্চ) সকাল থেকে মধ্যরাত অবধি গারো পাহাড়ের বিভিন্ন লোকেশনে টানা শুটিং চলে নাটকটির।
এতে অভিনয় করেছেন টিভি ও থিয়েটার অভিনেত্রী স্বপ্নমায়া, মডেল মাহিন খান, চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক সাইফুল ইসলাম, অভিনেত্রী মুক্তামণি, নবাগত সাংবাদিক মনির, চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী হীরা। চিত্র গ্রাহক হিসেবে রয়েছেন হানিফ হাসান ও মেকআপে টিপু।
গ্রামের ধনাঢ্য ও মন্ডল পরিবারের দুই ছেলের একজন মাহিন গ্রামের এক উপজাতি মেয়েকে ভালোবাসে। কিন্তু শহরে পড়াশোনা করতে গিয়ে ভালোবেসে স্বপ্ন মায়াকে বিয়ে করে বাড়ি ফিরে। পরিবার তা সানন্দে মেনে পুত্রবধূ ঘরে তুলে নেয়।
ছোট ছেলে সাংবাদিক মনির স্থানীয় মেম্বারের মেয়ে ও চাচাতো বোন মুক্তা মণি’র সাথে চুটিয়ে প্রেম করে। প্রথমদিকে এ ভালোবাসার পরিণয় নিয়ে মুক্তামণি শঙ্কিত থাকলেও আজীবন হাতে হাত রেখে চলার ভরসা দেয় মনির।
দুজনেই তাদের স্বীকৃতি আদায়ে বড় ভাই ও ভাবীর সহযোগিতা চায়। এদের ভালোবাসাও পরিবারে স্বীকৃতি পেতে থাকে এবং নাটকের সমাপ্তি ঘটে। সম্পাদনা শেষে নাটকটি ইউটিউবে মুক্তি দেয়া হবে।