বিনোদন ডেস্ক : একটা সময় চলচ্চিত্রের সোনালি যুগ ছিল। সেসময় সিনেমার শুটিং শুরু থেকেই কিছু সিনেমার বুকিং শুরু হতো। সেসব এখন অতীত। চলচ্চিত্রের এই মন্দা বাজারে সিয়াম-পূজার সিনেমা দেড় মাস আগে থেকেই বুকিং- এটা সিয়াম-পূজার জন্য শুভ সংবাদই বটে।
সিয়াম-পূজা জুটির ‘শান’ সিনেমাটি আসছে ঈদুল ফিতরে সারা দেশে মুক্তি পাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির হল বুকিং শুরু হয়েছে। ‘শান’ এর প্রযোজনা সংস্থা ফিল্মম্যান এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।
ঢাকার শ্যামলী, রংপুরের শাপলা, আশুলিয়ার চন্দ্রিমা, মানিকগঞ্জের নবীন, খুলনার শঙ্খ ও ময়মনসিংহের ছায়াবানী হল চূড়ান্ত হওয়ার মাধ্যমে ‘শান’ এর হল বুকিং শুরুর খবর জানিয়েছে প্রযোজনা সংস্থা।
এম রাহিম পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের এ সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। হল বুকিং শুরুর খবর জানিয়ে রাহিম বলেন, ‘আপাতত ৬টি হল বুকিংয়ের মাধ্যমে শান’র ঈদের সিনেমার হল যাত্রা শুরু হলো। আশাকরি ঈদে মুক্তির জন্য দেশের বড় বড় হলগুলো শিগগরিই চূড়ান্ত হবে।’
সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিয়াম-পূজা চেরি ছাড়া এতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।
‘শান’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এম রাহিম। এর আগে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।