মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : কণ্ঠশিল্পী কাজী শুভ এই করোনার সময়েও ব্যস্ত রয়েছেন গানের কাজ নিয়ে। তবে নিয়মিত ফোক ঘরনার গান করলেও মাঝে মাঝে ইসলামী গান করেন। রমজান মাস উপলক্ষে ১টি ইসলামী গান করেছেন এই শিল্পী।
এরই মধ্যে গানটি আজ ৭ই এপ্রিল (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে। গানটি ‘মাটির দেহ মাটি খাবে’ প্রকাশ পেয়েছে বিডি২৯ মাল্টিমিডিয়া থেকে। এর কথা লিখেছেন জসিম উদ্দিন আকাশ এবং সুর ও মিউজিক করেছেন করেছেন এ এইচ তূর্য।মডেল হিসাবে কাজ করেছেন- সাইফুল ইসলাম সাইফ,মামুন ও রাফি।ভিডিও নির্মান করেছেন নির্মাতা শুভ্র মেহরাজ।
গানটি নিয়ে গীতিকার জসীম উদ্দিন আকাশ বলেন, গানটির সুর বেশ আলাদা। এছাড়া কাজী শুভ’র কণ্ঠ একটি আলাদা সৌন্দর্য রয়েছে। তাছাড়া গানটিতে জিকিরের একটা ফিল আছে। আশাকরি সবার ভালো লাগবে।
ইসলামী গানের ব্যাপারে কাজী শুভ বলেন, ছোটবেলা থেকেই ইসলামী গান করি। রোজার মাসে চেষ্টা থাকে ইসলামী গান প্রকাশ করার। তারই ধারাবাহিকতায় এই গানটি করা। খুব দরদ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করি, শ্রোতাদের ভাল লাগবে।